বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়া শেরপুরে ভাইরাল ‘ মিনি জাফলং’ এ পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বগুড়া শেরপুরে ভাইরাল ‘ মিনি জাফলং’ এ পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

মোঃ মিরাজুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের কথিত ‘মিনি জাফলং’ নামক পর্যটন স্পটে আজ সকাল ৮টায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা।
আজ ৪ই এপ্রিল ২০২৫ইং শুক্রবার আনুমানিক সকাল ৮টায় সাদাত (১০) নামক এক শিশুর পানিতে ডুবে প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহত সাদাত আরডিএ ল্যাব স্কুল এন্ড কলেজের প্রভাষক ইকবাল হোসেন ও সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সানজিদা পারভিন রিতা দম্পতির একমাত্র ছেলে। নিহত সাদাত আরডিএ স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয়দের মতে, ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসে মিনি জাফলং তথা বাঙালি নদীতে নানার সাথে ঘুরতে আসে সাদাত। হঠাৎ পানিতে নেমে ডুবে নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা বলেন, এটি এমন একটি ঝুঁকিপূর্ণ স্থান যা কোনো নিরাপত্তা ছাড়াই জনসমাগম ও অব্যবস্থাপনা কারনেই নিষ্পাপ শিশুটির মূত্যু হয়েছে। তাছাড়া ভাইরাল করার হিড়িকে একটা প্রাকৃতিক জায়গাকে বানানো হয়েছে পর্যটন কেন্দ্র, অথচ নেই কোনো দায়িত্বশীলতা, নেই কোনো সতর্কবার্তা। ফলে আজ শোকাহত এলাকাবাসী।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments