বাড়িঅন্যান্যবগুড়ায় জাল টাকাসহ যুবক গ্রেফতার

বগুড়ায় জাল টাকাসহ যুবক গ্রেফতার

বগুড়ায় জাল টাকাসহ মাহাবুবুর রহমান বকুল (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। মাহাবুবুর গাবতলী উপজেলার রানীরপাড়া গ্রামের দুদু মোল্লার ছেলে। বুধবার দুপুর ৩টার দিকে শহরের সাতমাথার বিআরটিসি ট্রাক ডিপোর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহাবুবুর জাল টাকার নোট সরবারকারী চক্রের সদস্য।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১২ বগুড়া তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের সাতমাথা বিআরটিসি ট্রাক ডিপোর সামনে অভিযান চালানো হয়। এ সময় মাহাবুবুরকে তারা আটক করে। তার কাছ থেকে ২৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সব জাল নোটগুলো ৫০০ ও ১০০০ হাজার টাকার।

র‌্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার (সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম জানান, গ্রেফতার মাহাবুবুর  জাল টাকার নোট সরবারহের কাজ করেন। তার বিরুদ্ধে সদর থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments