বাড়িঅন্যান্যবজ্রাঘাতে দুজনের মৃত্যু

বজ্রাঘাতে দুজনের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দুইটি ইউনিয়নের পৃথক এলাকায় কৃষক ও চা শ্রমিকসহ বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার কালাপুর ও কালিঘাট ইউনিয়নের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের মেঘা রায়ের ছেলে বাগানের নিয়মিত শ্রমিক নৃপেন রায় (৪৫) চা বাগানে কাজ কর ছিলেন। এসময় ঝড় বৃষ্টির সাথে বজ্রাঘাতে তার মৃত্যু হয়।

অপরদিকে, কালাপুর ইউনিয়নের বরুনার হামিদনগর গ্রামের ছিমাই মিয়ার ছেলে উম্মত আলী (৪৫) হাইল হাওরে এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রাঘাতে তিনিও মারা যান।

খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বজ্রাঘাতে দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, মারা যাওয়া দুজনের বাড়িতে গিয়ে তাদের পরিবারকে সান্তনা দিয়েছি। দাফনকাজের জন্য ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে। পরবর্তীতে তাদেরকে আরও সহযোগিতা করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments