বাড়িচট্টগ্রাম বিভাগকুমিল্লা জেলাবন্দরে অটো চাপায় শিশু শিক্ষার্থী নিহত

বন্দরে অটো চাপায় শিশু শিক্ষার্থী নিহত

ফয়সাল মিয়া।।মুরাদনগর(কুমিল্লা)বিশেষ প্রতিনিধি

নারায়ণগঞ্জ  বন্দরে অটো গাড়ীর চাপায় আয়েশা আক্তার ওরফে নয়ন তারা (৪) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বাজুরবাগ পাকা রাস্তায় বাতেন মিয়ার বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু মুছাপুর ইউপির পিচকামতাল গ্রামের রাজু মিয়ার মেয়ে।

এলাকাবাসীর অভিযোগ নিয়ন্ত্রণহীন ভাবে  ও বেপরোয়া গতিতে অটো চালিয়ে চালক শিশু শিক্ষার্থী আয়েশা আক্তারের উপর অটো গাড়ি দিয়ে ধাক্কা দিলে  আঘাত প্রাপ্ত হয়ে আয়েশার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাঙ্গলবন্দ বাজার এলাকায় অবস্থিত  ইকরা কিন্ডারগার্টেন স্কুলের শিশু শ্রণির শিক্ষার্থী নয়ন তারা।  মঙ্গলবার  বেলা সাড়ে ১১ টার দিকে ছুটি শেষে হেঁটে নানা বাড়িতে যাওয়ার পথে পিচকামতাল-বাজুরবাগ পাকা রাস্তা বাতেন মিয়ার সামনে পৌঁছালে পেছন দিকে দিয়ে  দ্রুত গতিতে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এসময় শিশু শিক্ষার্থী ছিটকে রাস্তার পাশে বাউন্ডারি দেয়ালে লেগে গুরুত্বর আহত হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত্যু বলে ঘোষনা করেন। ঘটনাস্থল থেকে  অটো চালক  মাহমুদ মিয়াকে আটক করে রেখেছে এলাকাবাসী। আটক চালক মাহমুদ  বাজুরবাগ গ্রামের মো. জালাল মিয়ার ছেলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments