বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাংলা‌দেশ জাতীয়তাবাদী দল ১নং সৈয়দপুর ইউ‌নিয়ন এ ৯টি ওয়ার্ড এর দোয়া ও...

বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল ১নং সৈয়দপুর ইউ‌নিয়ন এ ৯টি ওয়ার্ড এর দোয়া ও ইফতার মাহ‌ফিল সম্পন্ন।

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুন্ড(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি:

অদ্য (২৫ মার্চ) বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল ১নং সৈয়দপুর ইউ‌নিয়ন এর ৩নং ওয়ার্ড  এর সফল ইফতার মাহফিল আয়োজেনের মাধ্যমে শেষ হল সৈয়দপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর দোয়া ও ইফতার মাহ‌ফিল এর সফল আয়োজন।

ওয়ার্ড বিএন‌‌পি সভাপ‌তি, জনাব নু‌র ছাপা (ছাবু)র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মীর তোফায়েলের সঞ্চালনায় অদ্য ১নং সৈয়দপুর ইউ‌নিয়ন এর ৩নং ওয়ার্ড কর্তৃক আ‌য়ো‌জিত দোয়া ও ইফতার মাহ‌ফিল এর সফল আয়োজনের মাধ্যমে শেষ হল ১নং সৈয়দপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দোয়া, ইফতার মাহফিল। উক্ত মাহফিলে প্রধান অ‌তি‌থি ছি‌লেন-বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল, ১নং সৈয়দপুর ইউ‌নিয়ন এর সংগ্রামী সভাপ‌তি, জনাব কাজী এনামুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- এ্যড. এস,এম র‌ফিকুল ইসলাম চৌধুরী (রাজন), সি‌নিয়র আইনজিবী চট্টগ্রাম জজ কোর্ট, এ্যড. আইনুল কামাল, সংগ্রামী সাধারণ সম্পাদক, ১নং সৈয়দপুর ইউ‌নিয়ন বিএন‌পি, কামাল উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক, উপজেলা বিএনপি, মো: বোরহান উদ্দিন (আলাউ‌দ্দিন), সাংগঠ‌নিক সম্পাদক, ১নং সৈয়দপুর ইউ‌নিয়ন বিএন‌পি। আরো উপস্থিত ছিলেন সভাপ‌তি/ সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড বিএনপি, সভাপ‌তি/ সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড বিএনপি, সভাপতি/সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপি , সভাপ‌তি/সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড বিএনপি, সভাপ‌তি/ সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড বিএনপি, সভাপতি/সাধারণ সম্পাদক,  ৬নং ওয়ার্ড বিএনপি, সভাপ‌তি/ সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড বিএনপি, সভাপ‌তি/সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড বিএনপি, সভাপ‌তি/ সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন সভাপতি/সাধারণ সম্পাদক কৃষকদল, ইউনিয়ন সভাপতি/সাধারণ সম্পাদক/সাংগঠনিক সম্পাদক, যুবদল, ইউনিয়ন সভাপতি, ছাত্রদল এবং সভাপতি, মিরেরহাট বাজার পরিচালনা কমিটিসহ বিএনপি, অংগ ও সহযোগী সংগঠ‌নের সর্বস্ত‌রের ‌নেত্রীবৃন্দ প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় ও দেশনেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য যে, গত (২৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৬নং ওয়ার্ড সভাপতি মো: আইয়ুব খান এর সভাপতিত্বে ও মো: সালাউদ্দিন, সাধারন সম্পাদক এর সঞ্চালনায় ৬নং ওয়ার্ড কর্তৃক দোয়া ও ইফতার মাহ‌ফিল আ‌য়োজন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অ‌তি‌থি ছি‌লেন- ডা: কমল কদর, সংগ্রামী আহবায়ক, সীতাকুণ্ড উপ‌জেলা বিএন‌পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- কাজী ‌মো: ম‌হিউ‌দ্দিন, সংগ্রামী সদসস্য স‌চিব, সীতাকুণ্ড উপ‌জেলা বিএন‌পি, কাজী এনামুল বারী, সংগ্রামী সভাপ‌তি, ১নং সৈয়দপুর ইউ‌নিয়ন বিএন‌পি, এ্যড. আইনুল কামাল, সংগ্রামী সাধারণ সম্পাদক, ১নং সৈয়দপুর ইউ‌নিয়ন বিএন‌পি, কামাল উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক, সীতাকুণ্ড উপজেলা বিএনপি, মো: আলাউ‌দ্দিন, সাংগঠ‌নিক সম্পাদক, ১নং সৈয়দপুর ইউ‌নিয়ন বিএন‌পি, বাবু নারায়ন চন্দ্র দাশ নাটু, আহবায়ক, চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু, বোদ্ধ, খ্রিষ্টান কল‌্যান ফ্রন্ট। আরো উপস্থিত ছিলেন সভাপ‌তি/ সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড বিএনপি, সভাপ‌তি/ সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড বিএনপি, সভাপতি/সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপি , সভাপ‌তি/সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড বিএনপি, সভাপ‌তি/ সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড বিএনপি, সভাপ‌তি/ সাধারণ সম্পাদক, ৭নং ওয়ার্ড বিএনপি, সভাপ‌তি/সাধারণ সম্পাদক, ৮নং ওয়ার্ড বিএনপি, সভাপ‌তি/ সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন সভাপতি/সাধারণ সম্পাদক কৃষকদল, ইউনিয়ন সভাপতি/সাধারণ সম্পাদক/সাংগঠনিক সম্পাদক, যুবদল, ইউনিয়ন সভাপতি/সি: সহ-সভাপ‌তি/সাধারণ সম্পাদক, ছাত্রদল, ইউ‌নিয়ন আহবায়ক, স্বেচ্ছা‌সেবক দল এবং সভাপতি, মিরেরহাট বাজার পরিচালনা কমিটিসহ অংগ ও সহযোগী সংগঠ‌নের সর্বস্ত‌রের ‌নেত্রীবৃন্দ প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় ও দেশনেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments