
মোঃ আজিজুল হক,শিবচর উপজেলা প্রতিনিধি:
ইসলামী বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জল করীম আরো বলেছেন, বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্ত শুরু হয়েছিলো। এদেশকে নাস্তিক রাষ্ট্র বানাতে চেয়েছিলো। ইসলাম বিরোধী কার্যকলাপের দিয়ে নিয়ে গিয়েছিল বিগত সরকার। আজ আমরা জুলুমবাজ সরকার থেকে মুক্তি পেয়েছি। এ মুক্তি ইসলামের, এ মুক্তি বাংলাদেশের।
আজ শনিবার সন্ধায় (১৬ নভেম্বর) শিবচরে নন্দ কুমার মডেল ইনস্টিটিউশন মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর শাখা আয়োজিত গনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা আবদুল্লাহ মোঃ হাসান পীর সাহেব বাহাদুরপুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আকরাম হোসাইন মুহতামিম জামিয়া শামসুল উলূম কওমী মাদ্রাসা, মাওলানা এবিএম ইমদাদুল হক, অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, আলহাজ্ব আজিজুল হক মল্লিক, মাওলানা আব্দুস সালাম, মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।
ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এ গনসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের এই সমাবেশে নেতাকর্মীদের ভিড়ে সমাবেশের মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠেছে।