বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বাউফলে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাসুম বিল্লাহ, বাউফল প্রতিনিধি 
পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ী ও যুবসমাজের উদ্যোগে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। 
শুক্রবার সন্ধায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় 
আদাবাড়িয়া ইউনিয়নের হাজির হাট বন্দরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় এস্কাটন সবুজ সংঘ দলের সাথে ট্রাইবেকারে  জয় পেয়েছে পটুয়াখালী সদর উপজেলা  এফসি
উদ্বোধনীয় খেলায়  উপস্থিত ছিলেন 
বাউফল উপজেলা বিএনপির সাবেক সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জনাব রুস্তম আলী হাওলাদার আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব আজহার উদ্দীন খান 
আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজনে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠা কালিন যুগ্ম সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দল ও সাবেক  সহ-সভাপতি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের এফ মাহমুদ রিয়াদ।
এসময়ে বক্তব্যে তিনি বলেন,  খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যুবসমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে। তাই যুবসমাজকে খেলাধুলায় নিয়োজিত রাখা ও মাদককে না বলি, মাঠে এসে ক্রিকেট-ফুটবল খেলি শরীর সুস্থ রাখি’-এই প্রতিপাদ্যে টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে ২০ টি দল অংশ গ্রহণ করেন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ টুর্নামেন্টের সার্বিক তত্তাবধানে অংশগ্রহণ করেন ১৩ নং আদাবাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের রাজু খান।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments