বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে এইচটিভি টিকা গ্রহণের পরে তিন শিক্ষার্থী অসুস্থ।

বাউফলে এইচটিভি টিকা গ্রহণের পরে তিন শিক্ষার্থী অসুস্থ।

মোঃ ফোরকান, বাউফল (পটুয়াখালী) 

পটুয়াখালীর বাউফলে এইচপিভি টিকা গ্রহণের পর উপজেলার কায়না চাবুয়া কৌখালী মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

অসুস্থ শিক্ষার্থীদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে এই বিদ্যালয়ে বিনামূল্যে এইচটিভি টিকা কার্যক্রম শুরু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত ১শ ৫জন শিক্ষার্থীকে টিকাদানের কথা থাকলেও বেলা ১২ টার দিকে তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পরলে পরবর্তীতে ২০ জন টিকা গ্রহণ করেনি। স্বাস্থ্যকর্মীর পরামর্শে তারা তাৎক্ষণিক শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, টিকাদানে কোনো সমস্যা হয়নি৷ এই তিন শিক্ষার্থী আতঙ্কে অসুস্থ হয়ে পরেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments