বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে জামিয়া কুরআনিয়া মাদ্রাসার পূর্ণমিলনী ফুযালা সম্মেলন অনুষ্ঠিত

বাউফলে জামিয়া কুরআনিয়া মাদ্রাসার পূর্ণমিলনী ফুযালা সম্মেলন অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ ।। বাউফল(পটুয়াখালী)নিজস্ব প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর মদনপুরা জামিয়া কুরআনিয়া হাফিজি কওমিয়া মাদ্রাসার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে পূর্ণমিলনী ফুযালা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮শে ডিসেম্বর) সারাদিন ব্যাপি প্রাক্তন ছাত্রেদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি অত্র মাদ্রাসার মুহতামীম মাওলানা মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মোঃ ইলিয়াস হোসেন।
এসময় অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি হাফেজ মোঃ আইয়ুব হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ এনামুল হক, কোষাধ্যক্ষ হাফেজ মোঃ সানাউল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ওস্তাদবৃন্দ, সাবেক ছাত্রবৃন্দ সহ দুরদুরান্ত থেকে আগত ওলামায়েকেরাম ও স্থানীয় জনসাধারণ।
জানা যায়, ২০২৪ সালের গত মার্চ মাসের ৩ তারিখ অত্র জামিয়ার সাবেক ছাত্র হাফেজ মোঃ সানাউল্লাহর বন্ধু একই মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ এনামুল হক ও হাফেজ মোঃ ওসমান গনির সাথে আবনায়ে জামিয়া কুরআনিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের পূর্ণমিলনী অনুষ্ঠান করার ব্যাপারে কথাবার্তা হয়। পরবর্তীতে তারা তিনজনই অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আব্দুল মতিনের সাথে যোগাযোগ করলে তিনি পরামর্শের মাধ্যমে শক্তি যোগান দেন। পরে গত ৬ই মার্চ অত্র মাদ্রাসার এক মাহফিলে ছাত্ররা মাদ্রাসার ওস্তাদদের সাথে পরামর্শ নেন। তাতে ওস্তাদদের সম্মাতি পেলে গত ৪/৪/২৪ তারিখে সবাইকে ডেকে একটা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি করেন। এসময় ২৮শে ডিসেম্বর-২০২৪ ইং তারিখে এক পূর্ণমিনলী অনুষ্ঠানের দিনতারিখ ধার্য করা হয়।
পরিশেষে সকল সাবেক ছাত্রদের বুদ্ধি, পরামর্শ, শ্রম ও আর্থিক সহযোগিতায় অত্র মাদ্রাসা জামিয়ার ইতিহাসে প্রথমবারের মতো ২৫ বছর পূর্তি পূর্ণমিলনী অনুষ্ঠানটি খুবই জৌলুস ও আড়ম্বের সাথে অনুষ্ঠিত হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments