বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

বাউফলে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

মোঃ ফোরকান, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে মানবিক-৯০ সংগঠনের পক্ষ থেকে এসএসসি-২০২৫ এর অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল তিনটায় বাউফল মহিলা কলেজ রোডস্থ নাইমা ফেরদৌসীর বাসভবনে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
প্রত্যেক শিক্ষার্থীকে ২ হাজার ৫শ করে মোট নয়জন শিক্ষার্থীকে ২২ হাজার ৫শ টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানবিক ৯০ এর সদস্য ও কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি ইমরান হাসান সোহেল, নয়া দিগন্তের বাউফল উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান সোহাগ, আমার দেশ’র মোঃ জলিলুর রহমান, আজকালের খবরের মোঃ ফোরকান, শিরিন আক্তার, সালমা বেগম, কামরুল হাসান, আল মামুন, মোঃ বাবুল, প্রভাষক নাইমা ফেরদৌসি। 
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী এবং অভিভাবক বৃন্দ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments