বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে স্লোব’র ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাউফলে স্লোব’র ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাসুম বিল্লাহ ।। বাউফল(পটুয়াখালী)নিজস্ব প্রতিনিধি
জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে বাউফলে বেসরকারী সংস্থা স্লোবের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। 
 সোমবার সকাল সারে দশটায়  উপজেলার মদনপুরা এলাকায় স্লোবের একটি এতিমখানায় ওই অনুষ্ঠান হয়। স্লোবের চেয়ারপার্সন কীর্তি নিশান চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট মন্ত্রণালয়ের (বহুপাক্ষিক/আঞ্চলিক) সচিব অ্যাম্ব: এম.রিয়াজ হামিদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাম্ব. আন্দ্রে কারস্টেনস, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আনোয়ার হোসেন এবং দেশের অন্যতম গণমাধ্যম ব্যাক্তিত্ব হানিফ সংকেত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্লোবের উপদেষ্টা রওশন জাহান মনি এবং স্লোবের কার্যক্রমের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা পাওয়া একাধিক উপকারভোগীগণ। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন স্লোবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোতালেব ওয়েইটার্স। উল্লেখ্য, প্রায় ৫০ বছর পূর্বে বাউফরের ধুলিয়া ইউনিয়নের মোতালেব বরিশাল হারিয়ে যান। ওই সময় নেদারল্যান্ডের এক বিদেশী তাকে লালন পালনের দায়িত্ব নিয়ে তার দেশে নিয়ে যান। ২৫ বছর পর মোতালেব বাংলাদেশে আসলে হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে মোতালেবের পরিচয় প্রকাশ পায়। এরপর নেদারল্যান্ডসহ বিভিন্ন আর্ন্তজাতিক প্রতিষ্ঠানের সহযোগীতায় স্লোব প্রতিষ্টা করে অসহায় শিশুদের জন্য এতিমখানা, দুস্থ্য মানুষের স্বাস্থ্যসেবা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন। এপর্যন্ত সংস্থাটি পটুয়াখালী, বরগুনা এবং বরিশালে ব্যপক কার্যক্রম ছড়িয়ে দিয়েছেন। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments