বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগবান্দরবানের থানচিতে পপি খেত ধ্বংস করলেন ৫৭ বিজিবি

বান্দরবানের থানচিতে পপি খেত ধ্বংস করলেন ৫৭ বিজিবি

এমদাদুল হক তামিম,লামা (বান্দরবান)নিজস্ব প্রতিনিধি,

পার্বত্য বান্দরবানে থানচি উপজেলার দুর্গম মায়ানমার সীমান্তবর্তী এলাকায় তিনটি পয়েন্টে অভিযান চালিয়ে আরো দেড় একর জমিতে পপি চাষ ধ্বংস করেছেন ৫৭ বিজিবির টহল দল। জানাযায়, ৫৭ বিজিবি 

থানচি বুলুপাড়া বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ২৯ জানুয়ারি অভিযান করে, তাংখৈপাড়া সংলগ্ন দুলোঝিরি নামক এলাকায় তিনটি স্থানে পপি খেত ধ্বংস করেন। এর আগে ২৮ জানুয়ারি ওই এলাকার আশে পাশে আরো তিনটি পয়েন্টে এক একর জমির পপি খেত  ধ্বংস ও পপি ফসল আগুনে পুড়ে ধ্বংস করে দিয়েছেন বিজিবি সদস্যরা। 

 আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি’র এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাভেদ, পিএসসি দিক-নির্দেশনায় বুলুপাড়া বিওপি’র ক্যাপ্টেন আব্দুল্লাহ মোহাম্মদ ইব্রাহীম এর নেতৃত্বে ১২ জন সদস্যের টহলদল সীমান্ত হতে ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি হতে উত্তর-পশ্চিম দিকে আনুমানিক ০৪ কিঃ মিঃ দূরে অবস্থিত দুলোঝিরি নামক স্থানে এই অভিযান পরিচালিত হয়। স্থনীয় পাড়া কারবারীদের উপস্থিতিতে পপি খেত পাতা সমুহ সম্পূর্ণরুপে ধ্বংস করা হয়।

স্থানীয় পাড়া কারবারীদের তথ্যানুযায়ী

জানাযায়, অজ্ঞাত লোক মারফত থানচি হতে পপি বীজ সংগ্রহ করা হয়েছিলো। স্থানীয়রা জানায়, পপির বীজ হতে সংগৃহীত ১১ গ্রাম রস তিন হাজার টাকা দরে বিক্রি  হয়। এসব তথ্যসূত্রমতে, রুমা, থানচি ও বান্দরবান এলাকার বাসিন্দারা পপি বীজ বিতরন ও সংগ্রহের সাথে জড়িত রয়েছে। এতদাঞ্চলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ের প্রতিটি কোণে সীমান্তের অতন্দ্র বাহিনী ৫৭ বিজিবি’র তীক্ষ্ণ নজরদারি রয়েছে বলে ৫৭ বিজিবি অধিনায়ক জানিয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments