বাড়িবাংলাদেশেরাজশাহী বিভাগবিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন

বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন

মো:কোরবান আলী রিপন,উল্লাপাড়া(সিরাজগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর অতর্কিত হামলার প্রতিবাদে গতকাল রোববার দুপুরে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনসমূহ পৌর শহরের থানা মোড় শহীদ মিনার চতুরে এই কর্মসূচির আয়োজন করে। এতে সড়ক পরিবহন মালিক গ্রুপ উল্লাপাড়া শাখার নেতা কর্মীরাও যোগ দেন। গত শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে জুম্বার নামাজের পর থানা মোড়ে আজাদ হোসেনের উপর আতর্কিত হামলা চালানো হয়।
এতে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে জামায়াতকে দায়ী করা হয়। শুত্রবার রাতে আজাদের ভাই ও পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বাদী হয়ে এ ব্যাপারে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এতে পৌর জামায়াতের যুব বিভাগের সদস্য হাফিজুর রহমানকে প্রধান আসামী করে অপর ১৪ জনের নামে এবং ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত দেখিয়ে আসামী করা হয়। সেনাবাহিনীর সহযোগিতায় শুক্রবার রাতে প্রধান আসামী হাফিজুরকে গ্রেপ্তার করা হয়। তবে তিন দিনেও পুলিশ অপর আসামীদের গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ
উপযুক্ত শাস্তির দাবিতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দু’দিন ধরে উল্লাপাড়ায় বিক্ষোভমিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। রোববার মানববন্ধন কর্মসূচি থেকে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব প্রতিটি ইউনিয়নে আজাদ হোসেনের উপরে হামলার প্রতিবাদ সভা ও আগামী শুক্রবার উপজেলার সকল মসজিদের আজাদ হোসেনের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠানের ঘোষণা দেন।
মামলার বাদী আজাদের ভাই আব্দুর রাজ্জাক গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন, তিন দিনেও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আসামীদের গ্রেপ্তার করতে পারেনি। তিনি অবিলম্বে সকল আসামীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় তারা মামলাটি গোয়েন্দা পুলিশ শাখায় (ডিবি) স্থানান্তরের ব্যবস্থা করবেন বলে জানান।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, বিএনপি নেতা আজাদ হোসেনের হামলার পর থেকেই জড়িতরা সবাই পালিয়ে গেছে। পুলিশ আসামীদের ধরছেনা বলে বাদী যে অভিযোগ করেছেন তো সত্য নয় বলে উল্লেখ করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments