বাড়িবাংলাদেশেবিতর্কিত সেই ম্যাজিষ্ট্রেট কমিশনার তাপসী তাবাসসুম উর্মির নামে লালমনিরহাট সদর থানায় মামলা।

বিতর্কিত সেই ম্যাজিষ্ট্রেট কমিশনার তাপসী তাবাসসুম উর্মির নামে লালমনিরহাট সদর থানায় মামলা।

রুমন হোসেন জিলহজ্ব,লালমনিরহাট জেলা বিশেষ প্রতিনিধি:

মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তুলে লালমনিরহাটের সাময়িক বহিষ্কৃত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মীর বিরুদ্ধে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লিখিত অভিযোগ  দায়ের করা হয়েছে।  বুধবার (৯ অক্টোবর)  বিকেলে লালমনিরহাট সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র প্রতিনিধি তাহ হিয়াতুল হাবিব মৃদুল এ অভিযোগ করেন।

লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে উল্যেখ করা হয়, নেত্রকোনা জেলার পূর্বধলা এলাকার ইসমাইল হোসেনের মেয়ে তাপসী তাবাসসুম উর্মি (৩০) লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার এর দায়িত্ব পালন করাকালে তার নিজ ফেসবুক আইডিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া, ছাত্র জনতার গণঅভ্যুত্থানকে কটুক্তি করা এবং অন্তর্বর্তী সরকারকে হুমকি মুলক পোষ্ট করে। যা মানহানী ও রাষ্ট্রদ্রোহিতা মূলক অপরাধ।

এ বিষয়ে অভিযোগকারী ছাত্র প্রতিনিধি তাহহিয়াতুল হাবীব মৃদুল বলেন, আমরা অস্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। আমাদের ভাই আবু সাইদ খালি হাতে প্রতিবাদ করত্র গিয়ে পুলিশের গুলিতে শহীদ হয়েছে। তাকে নিয়ে বিরুপ মন্তব্য করেছে একজন সরকারী কর্মকর্তা।  এছাড়াও বর্তমান সরকারকেও হুমকি স্বরুপ কথা বলেছে। যা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ছিলো। আমরা তাই তার বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানাচ্ছি।

লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল কাদের বলেন, অভিযোগ পেয়েছি। সরকারের উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তদন্ত করে এ বিষয়ে ব্যাবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে লালমনিরহাটের জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, আমি অভিযোগ দেওয়ার বিষয়টি শুনেছি। এখনো কাগজ পাইনি। এখন এ বিষয়টি জনপ্রশাসন মন্ত্রনালয় দেখবে। তার অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে জেলা প্রশাসক জানান, ঘটনার দিন থেকে তার সাথে আমাদের কোন যোগাযোগ নেই, এমনকি আমরা যোগাযোগের প্রয়োজন ও বোধ করিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments