বাড়িরংপুর বিভাগগাইবান্ধা জেলাবিত্তবানদের নিকট সাহায্যের আবেদন; কিডনি রোগে আক্রান্ত হাবিল বাঁচতে চায়।

বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন; কিডনি রোগে আক্রান্ত হাবিল বাঁচতে চায়।

ফেরদৌস আলম, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সদর উপজেলার গিদারী ইউনিয়নের উত্তর গিদারী গ্রামর আফিল উদ্দিনের পুত্র হাবিল মিয়া ২০১৯ ইং সালে কিডনী রোগে আক্রান্ত হয় । প্রথমে চিকিৎসার জন্য সহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল টঙ্গী, গাজীপুর এর সহকারী পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম (মুকুল) কাছে গেলে তিনি পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য জাতীয় ইনিষ্টেটিইউ অফ কারডি ডায়াসেস এন্ড ইউরোলজি ,ঢাকা -তে পাঠায়। ঐ হাসপাতালের চিকিৎসক তাকে আবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠায়।

কুর্মিটোলা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগ জানিয়েছে হাবিলের একটি কিডনি সম্পূর্ণ নষ্ট হয়েছে এবং অন্যটিও ডেমেজ হওয়ার পথে ।দ্রুত কিডনি স্হাপনের পরামর্শ দিয়েছেন হাসপাতালের চিকিৎসকগন । কিডনি প্রতিস্থাপনের জন্য ৫/৬ লাখ টাকার প্রয়োজন। ইতোমধ্যেই চিকিৎসার খরচ যোগান দিতে সে বাস্তুভিটাসহ ২৫ শতাংশ জমি বিক্রি করে নিঃস্ব হয়েছে। বর্তমানে অর্থাভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এমতাবস্থায় তার কিডনি প্রতিস্থাপনে বিপুল অংকের টাকা যোগাড় করা অসম্ভব হয় পড়েছে।

তিনি সমাজপতি , শিল্প পতি, সাহায্যকারী প্রতিষ্ঠান ও বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন । ইসলামী ব্যাংক লিমিটেড, মাওনা চৌরাস্তা শাখার হিসাব নং ১৪২২০ ও ডাচ- বাংলা মোবাইল একাউন্ট -০১৭৪৫৬৪০৯০৭-৬ । সু-চিকিৎসা ও কিডনি স্হাপনের মাধ্যমে সুস্থ্য হয়ে বাঁচতে চায় হাবিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments