বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাবিনা প্রতিদ্বন্দ্বিতায় কালিয়াকৈর প্রেস ক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হলেন দেওয়ান মোঃ সামান উদ্দিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কালিয়াকৈর প্রেস ক্লাবের সহ-সভাপতি নির্বাচিত হলেন দেওয়ান মোঃ সামান উদ্দিন

নাজমুল হক কালিয়াকৈর(গাজীপুর) নিজস্ব প্রতিনিধিঃ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় কালিয়াকৈর প্রেস ক্লাবের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোঃ সামান উদ্দিন। তার এই নির্বাচনে জয়লাভে সাংবাদিক মহলে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
দেওয়ান মোঃ সামান উদ্দিন সাংবাদিকতায় তার নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সৎ ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ প্রেস ক্লাবের অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন সহকর্মীরা।
নির্বাচিত হওয়ার পর দেওয়ান মোঃ সামান উদ্দিন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই দায়িত্ব আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ ও সম্মানের বিষয়। আমি সর্বদা সাংবাদিকতার নীতি ও আদর্শ মেনে কাজ করার চেষ্টা করব এবং কালিয়াকৈর প্রেস ক্লাবকে আরো শক্তিশালী ও গতিশীল করতে সচেষ্ট থাকব।”
তার এই নির্বাচনে জয়লাভের খবরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছে। কালিয়াকৈরের সাংবাদিক মহল ও শুভানুধ্যায়ীরা তাকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন এবং তার ভবিষ্যৎ সাফল্যের জন্য প্রার্থনা করেন।
কালিয়াকৈর প্রেস ক্লাবের এই নির্বাচনের মধ্য দিয়ে দেওয়ান মোঃ সামান উদ্দিন আবারও প্রমাণ করলেন তার নেতৃত্বের প্রতি সকলের আস্থা অটুট রয়েছে। তার সাফল্য সাংবাদিক সমাজকে নতুন উদ্দীপনায় কাজ করার প্রেরণা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments