
মো:ফেরদৌস ওয়াহিদ সবজ,বীরগঞ্জ(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে গলায় ফাঁস দিয়ে জুয়েল ইসলামের (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ।
রবিবার সকালে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কুড়িটাকিয়া গ্রামে বাড়ির অদূরে একটি আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা
জুয়েল ইসলামকে দেখেন স্থানীয়রা। জুয়েল ইসলাম ওই এলাকার মোকছেদুল ইসলামের ছেলে৷ জানা গেছে, শনিবার রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। পরে রবিবার সকালে পরিবারের লোকজন পার্শ্ববর্তী আব্দুল জলিলের আম গাছের ডালে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। অসুস্থতা জনিত কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পরিবারের ধারণা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোষ্টমোর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।