বাড়িবাংলাদেশেখুলনা বিভাগবেনাপোল ভিন্নভিন্ন অভিযানে,মাদকদ্রব্যসহ তিন আসামি গ্রেফতার

বেনাপোল ভিন্নভিন্ন অভিযানে,মাদকদ্রব্যসহ তিন আসামি গ্রেফতার

মোঃ জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধিঃ

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল ও ৫০ পুরিয়া হেরোইন সহ ৩ মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক,ও চোরাচালান উদ্ধার করা লক্ষ্যে, বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে, বেনাপোল পোর্ট থানাধীন ৩ নং ঘিবা সাকিনস্থ পলাতক আসামী বিষে আলী (২৮) এর বসত বাড়ির সামনের গলি রাস্তার উপর হতে-ধৃত আসামী জাফির হোসেন (৩৩), পিতা মোশারেফ হোসেন, স্থায়ী: গ্রাম কূলপালা, থানা শার্শা এর কাছ থেকে ১ কেজি গাঁজা, আনুমানিক মূল্য-৪০,০০০/- টাকা ও বেনাপোল পোর্ট থানার খলশী বাজার সংলগ্ম ভাটার মোড় নামক স্থানের পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী আল মামুন (২৫), পিতা মোফাজ্জেল হোসেন, স্থায়ী: গ্রাম অগ্রভুলট, থানা শার্শা এর কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল, মূল্য আনুমানিক মূক্য–১০,০০০/- টাকা এবং বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামস্থ বেলতলা মোড়ে পাকা রাস্তার উপর হতে রিয়াজুল ইসলাম (৪০), পিতা মৃত হামিদ ‍মুন্সি ,স্থায়ী: গ্রাম সাদিপুর (মধ্যপাড়া), থানা বেনাপোল পোর্ট থানা এর কাছ থেকে সর্বমোট ৫০ পুরিয়া হেরোইন, ওজন ৫  গ্রাম কাগজসহ, মূল্য আনুমানিক- ১০,০০০/- টাকার বিভিন্ন মাদক উদ্ধার করে, থানায় মাদক কারবারিদের বিরোদ্ধে পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।

উক্ত এজাহারের ভিত্তিতে তিনটি মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধীক মাদক মামলা আছে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান-ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব,সুমন ভক্ত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments