
সিরাজগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি
সকল নেতাকর্মীর উপস্থিতির সহিত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ২৩শে জুন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পতাক ও দলীয় পতাকা উত্তোলন সহ কেক কর্তন এর মধ্যদিয়ে এ দিবসটি পালিত হয়।
উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, বেলকুচি পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদত হোসেন মুন্না, পৌর কাউন্সিলর জুলফিকার আহমেদ শিপন, বেলকুচি সরকারি কলেজের সাবেক জিএস সেলিম সরকার, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকি, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর ছাত্রলীগের সভাপতি আকতার হামিদ, সাধারণ সম্পাদক সৌরব আহমেদ উৎস, সহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।