
ইয়াছিন চৌধুরী নাসিরনগর (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপির অধিনস্থ ফান্দাউক ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলমগীর শাহর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.একেএম কামরুজ্জামান মামুন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন, যুগ্ম-সম্পাদক আমিরুল হোসেন চকদার,যুগ্ম – সম্পাদক সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আউয়াল মেম্বার, ইউনুস মিয়া,মোশাররফ মিয়া,ফজলুল হক,কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠান, জাসাসের সদস্য সচিব সাদেকুর রহমান, ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক তাকিউল ইসলাম, কেএম মারজান, সদরের ভারপ্রাপ্ত সভাপতি মামুন আহমেদ, গোকর্ণের সাধারণ সম্পাদক ডালিম চৌধুরী,তরুণ দলের সদস্য সচিব নিজাম আলম, শামিমুল ইসলাম, হোসাইন মিয়া,মাছুম মিয়া,তফু,আরিফুল প্রমুখ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া ও দেশ বাসীর জন্যে দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।