
কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি
কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে শুরু হয়, বৃহস্পতিবার বিকেল ৫ টায় ১৩ মার্চ ২০২৫ মোঃ মনির হোসেন সঞ্চালনায়
নাজমুল হাসান এর সভাপতিত্বে ,মনির হোসেন সঞ্চালনায় কোরআন তেলাওয়াত, করেন মাওলানা আবু তাহের মোল্লা, ইউনিয়ন বিএনপির ওলামা দলের
অনুষ্ঠানে প্রায় অর্ধ হাজার লোক ইফতারি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন,,, এসময় অতিথিদের বক্তব্যে বলেন, যারা আওয়ামী লীগের সময় ভুগদখল করেছেন, এবং বর্তমানে বিএনপি ধ্বংস করার পাঁয়তারা করছেন, তাদের কে ছাড় দেওয়া হবে না।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
শরিফুল হক স্বপন, সাধারণ সম্পাদক কসবা উপজেলা বিএনপি,
প্রধান বক্তা,,, জিয়াউল হুদা শিপন
বিশেষ অতিথি ,রফিকুল ইসলাম কানু , সিনিয়র সহ-সভাপতি
,রেজাউল করীম ভূঁইয়া ,
উপজেলা ছাত্রদলের, মোঃ সাদ্দাম হোসেন, আরিফুল ইসলাম জুয়েল, শহীদুল খাঁ, সিরাজুল ইসলাম ইমু, খন্দকার সাদ্দাম হোসেন, আপেল মাহমুদ ও শিমুল, মোঃ জুয়েল ইসলাম,সহ অনেকে, এবং
বায়েক ইউনিয়ন যুবদলের মধ্যে ,রিয়াজ উদ্দিন মামুন, মোঃ কামাল,খোরশেদ আলম, মোল্লা হুমায়ুন,২, মোঃ হুমায়ুন , মোঃ সিরাজুল ইসলাম, মোঃ রোস্তম,আবু হানিফ, মোঃ ফরিদ, মোঃ নাছির, মোঃ আলম, মোঃ লিটন, মোঃ শফিক , ইলিয়াস,
মোঃ রবিন আকরাম,সহ অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতাকর্মীরা, এ সময় বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি অনুষ্ঠানের সমপানি বক্তব্য রাখেন বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান।