বাড়িঅন্যান্যভারতে বিয়ের বাস পাহাড়ি খাদে পড়ে নিহত ২৫

ভারতে বিয়ের বাস পাহাড়ি খাদে পড়ে নিহত ২৫

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গারওয়াল জেলার বিরোখাল এলাকায় মঙ্গলবার রাতে বিয়ের যাত্রী বহনকারী একটি বাস পাহাড়ি খাদে পড়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ২১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। চারজন নিখোঁজ রয়েছে। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিল।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি গ্রামে যাওয়ার পথে বাসটি ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায়। উদ্ধারকারীরা রাতের মধ্যেই ২১ জনকে উদ্ধার করে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে উত্তরাখন্ডে তুষারপাতে ১০ জন প্রশিক্ষণার্থী পর্বতারোহীর মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১১ জন। তারা সবাই উত্তর কাশীর নেহরু মাউন্টেইনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী। ভূমি থেকে প্রায় ১৬ হাজার ফুট উচ্চতায় এই তুষারপাতের ঘটনা ঘটেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments