বাড়িখুলনা বিভাগকুষ্টিয়া জেলাভেড়ামারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে কিশোর তামিমের মৃত্যু।

ভেড়ামারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে কিশোর তামিমের মৃত্যু।

ভেড়ামারা. (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে তামিম(১৮) নামের এক কিশোর মারা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ ৩১ মার্চ রবিবার বেলা ১.৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজে মারা যান।

নিহত তামিম ভেড়ামারা উপজেলার মোকারমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়ার মুন্সিপাড়ার রংমিস্ত্রি শাহিনের ছেলে।

স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৩ শে মার্চ ক্ষেমিরদিয়ার অঞ্চলের তামাক চাষী আমজাদের সাথে নিহতের বাবা শাহিনের তামাকের কাঠি বাধার জন্য অতিরিক্ত পারিশ্রমিক নেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। আমজাদ শাহিন ইসলামের উপর চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করে। পরবর্তীতে থানা পুলিশের মাধ্যমে উভয় পক্ষ বিষয়টিকে মীমাংসার পর্যায়ে নিয়ে যায়। কিন্তু ২৬ তারিখ সকালে আমজাদের ছেলে ও তার ভাই মো শাহিনের নেতৃত্বে শাহীন ইসলাম ও তার ছেলে তামিম কাজে যাওয়ার সময় তাদের পথ রোধ করে কুড়াল ও লোহার রড দিয়ে বেদমভাবে প্রহর করা হয়। কুড়ালের উল্টাপিঠ দিয়ে তামিমের মাথার পিছনে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে তামিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।অবস্থা গুরুতর হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে তামিমের ভাই রুবেল বাদী হয়ে তামিম মারা যাওয়ার আগে ভেড়ামারা থানায় ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) লুৎফর রহমান বলেন,পূর্বের মামলাকে হত্যা মামলা ৩০২ ধারায় উন্নীত করা হবে। আসামিরা সব পলাতক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা তৎপর রয়েছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments