বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগভ্যানে সবজি বিক্রি করেই ফারহাদ হোসেন এর জীবিকা নিবার্হ। 

ভ্যানে সবজি বিক্রি করেই ফারহাদ হোসেন এর জীবিকা নিবার্হ। 

অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি

লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ড এর আবু মিয়ার ছেলে ফরহাদ ভ্যানে সবজি বিক্রি করেই জিবিকা নিবার্হ করেন। বিকেল  হলে শীতের বিভিন্ন মৌসুমী শাক সবজি নিয়ে ভ্যানে করে বের হয়ে বিভিন্ন মহল্লার ঘুড়ে বেড়ান। ফরহাদ জানান বেশিরভাগ মানুষই বিকেলে সবজি কিনতে চায় বা কিনে এবং আমিও ভালো বেচাকেনা করতে পারি।
 শীত আসি আসি করছে। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন নানা সবজি। কিন্তু দাম এখনো চড়া। মাঝে মধ্যে দু-একটি পণ্যের দাম কিছুটা কমলেও বেশিরভাগ ক্ষেত্রেই ঊর্ধ্বমূল্য। আর অতিরিক্ত মূল্য নিম্নআয়ের মানুষকে ফেলেছে বেকায়দায় । চড়া বাজারে সংসার চালাতে অনেকেই খাচ্ছেন হিমশিম।দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি নিয়ে দোকানির ওপরে ক্ষোভ ঝাড়ছেন ভোক্তারা। এদিকে বাজারে পণ্যের দাম বাড়তি থাকায় বাজারের স্থায়ী দোকান ছেড়ে ভ্যান ও ফুটপাতে পণ্য নিয়ে বসছেন কেউ কেউ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments