বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সন্তান যুবলীগ নেতাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে মুক্তিযোদ্ধাদের সংবাদ...

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা সন্তান যুবলীগ নেতাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি সাজানো অস্ত্র উদ্ধার মামলায় মো. রেদোয়ান গোলদার নামে এক মুক্তিযোদ্ধা সন্তান ও যুবলীঘ নেতাকে হয়রাণির অভিযোগ শনিবার সকালে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা।মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থানীয় মুক্তিযোদ্ধা ও ভ‚ক্তভোগি পরিবারের স্বজনরা সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাÐার বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু মিয়া আকন লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান গোলদার এর ছেলে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেদোয়ান সিকাদারকে বিনা অপরাধে প্রথমে আটক করে পুলিশ উদ্দেশ্য মূলক একটি সাজানো অস্ত্র উদ্ধার মামলায় আসামী করে। দ্বাদশ সংসদ নির্বাচন চলাকালীন সময়ে সাবেক সংসদ সদস্য ও স্বতন্দ্র প্রার্থীর ইন্ধনে প্রভাবিত হয়ে তৎকালীন থানার অফিসার ইনচার্জ মুক্তিযোদ্ধার সন্তানকে অন্যায়ভাবে আসামী করে অস্ত্র উদ্ধার মামলায় গ্রেফতার করে। এ ঘটনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষুব্দ প্রতিক্রিয়ার সৃষ্টি হলে মুক্তিযোদ্ধারা প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। পরে জেলা প্রশাসক ও ইউএনও মুক্তিযোদ্ধার পরিবার যাতে হয়রাণির শিকার না হয় সে মর্মে মুক্তিযোদ্ধাদের আশ^াস দিলে প্রতিবাদ কর্মসূচি প্রত্যাহার করা হয়। কিন্তু পুলিশ তড়িঘরি করে সাজানো ওই অস্ত্র মামলা দায়েরের ১০ দিনের মাথায় মুক্তিযোদ্ধার সন্তানকে আসামী করে চার্জশীট দেয়। এদিকে মুক্তিযোদ্ধার সন্তান রেদোয়ান গোলদার গত ৮ নভেম্বর ২০২৩ তারিখ থেকে জেল হাজতে রয়েছে।

সংবাদ সম্মেলনে নির্বাচন চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধা পরিবারকে অন্যায়ভাবে জড়িয়ে পুলিশের এ সাজানো মামলার ন্যায় সঙ্গতভাবে অধিকতর তদন্ত ও মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গোলদার এর স্ত্রী সুলতানা রহমান অভিযোগ করেন, প্রভাবশালীদের ইন্ধনে পুলিশ আমার ছেলের বিরুদ্ধে সাজানো অস্ত্র উদ্ধার মামলা দিয়ে গ্রেফতার করেছে। পুলিশের এই মামলা চক্রান্তমূলক । সঠিক তদন্ত হলে আসল রহস্য বের হবে। আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধারা আরও অভিযোগ করেন নির্বাচনী প্রতিহিংসার জের ধরে তুষখালী ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার এর বিরুদ্ধে পুলিশ পৃথক একটি মামলা দায়ের করে। মুক্তিযোদ্ধা পরিবারের বিরুদ্ধে পুলিশের এ সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের স্বজনরা কঠোর প্রতিবাদ কর্মসূচি হাতে নিবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments