বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নে সর্ব-সাধারনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।সকলের আন্তরিকতায় সন্তুষ্ট...

মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নে সর্ব-সাধারনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।সকলের আন্তরিকতায় সন্তুষ্ট জনগন।

মোঃ কাউছার মিয়া,মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি।

মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়ন টি দুইবার এর সফল শিল্প মন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মহোদয় এর ইউনিয়ন।মাননীয় শিল্প মন্ত্রী এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব বরাবরই একজন সফল রাজনীতি-বিদ,সমাজ সেবক,দায়ীত্ব-শীল এবং ব্যক্তিত্ব-বান মানুষ।যিনি সর্বদা জাতি-গোষ্ঠী,ধর্ম-বর্ণ এবং দল-মত নীর্বিশেষে সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাঁর রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবন পরিচালিত করে আসছেন।এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেবের হাত ধরে সর্ব-মহলে গোতাশিয়া ইউনিয়ন টি একটি শিক্ষিত , সমৃদ্ধশালী এবং শান্তি-প্রিয় ইউনিয়ন হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করেছে।

তারই ধারাবাহিকতায়,গতকাল রোজ শুক্রবার পবিত্র মাহে রমজানের ১১ তম দিনে গোতাশিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন গোয়াল বাড়ির মোড়ে সর্বসাধারণের উদ্দ্যোগে একটি ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়েছে।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ,সমাজ সেবক এবং ছাত্র সমাজ উপস্থিত হয়েছিলেন।তার মধ্যে উল্লেখযোগ্যরা হলেন,জনাব মাসুদ সোবহান(সদস্য,৯ নং ওয়ার্ড গোতাশিয়া ইউনিয়ন পরিষদ),জনাব সালাম ভূইয়া(সাবেক সদস্য,৯ নং ওয়ার্ড গোতাশিয়া ইউনিয়ন পরিষদ),মোঃসামসুল হক ভূইয়া(সদস্য,গোতাশিয়া ইউনিয়ন যুবলীগ),মোঃ এস এম মোহতাসিম অন্তয়(সদস্য,গোতাশিয়া ইউনিয়ন ছাত্রলীগ),,মোঃ দুলাল(বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী),মোঃ অদুদ সোবহান(বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী), মোঃ রিপন ফরাজি (বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী),মোঃ সুহেল মোল্লা (বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী),মোঃ কাউছার ভূইয়া (বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী),মোঃঅপু(বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী),মোঃ ফারুক ভূইয়া(বিশিষ্ট সমাজ সেবক, ব্যবসায়ী ও অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা),

মোঃ মিলন ভূইয়া (বিশিষ্ট সমাজ সেবক ও অবসর প্রাপ্ত চাকুরীজিবী),মোঃ মানিক ভূইয়া (বিশিষ্ট সমাজ সেবক ও অবসর প্রাপ্ত চাকুরীজিবী),মোঃ খোকন ভূইয়া ,(বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ি),মোঃ প্রান্ত ভূইয়া ,(সহকারী শিক্ষক,উদয়ন কিন্ডারগার্ডেন),মোঃ মামুন ভূইয়া ,(বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ি),মোঃ ফরিদ ভূইয়া,(বিশিষ্ট সমাজ সেবক ও অবসর প্রাপ্ত বিজিবি সদস্য),মোঃ কৌশিক ভূইয়া(বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসয়ী),মোঃ আলফাজ উদ্দিন (বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী),মোঃমোস্তুফা(বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী),

শ্রী চয়ন চন্দ্র ঘোষ(বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী),শ্রী সু-শান্ত চন্দ্র ঘোষ(বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী),শ্রী মাধব চন্দ্র ঘোষ,(বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ি),শ্রী শজল চন্দ্র ঘোষ(বিশিষ্ট সামাজ সেবক ও চাকুরিজীবি),শ্রী শান্ত চন্দ্র ঘোষ(বিশিষ্ট সমাজ সেবক ও চাকুরিজিবী),শ্রী সৌরভ চন্দ্র ঘোষ( সমাজসেবক)

স্থানীয় মাসজিদের ইমাম সাহেব,সাধারণ মানুষ এবং ছাত্র দের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ কাউছার মিয়া,মোঃ রানা ভূইয়া,মোঃ রায়হান ভূইয়া,মোঃ কামরুল ভূইয়া,সৈয়দ রবিউল ইসলাম,সৈয়দ তন্ময়,মোঃ শরীফ,মোঃ সাইদুর ইসলাম,মোঃ তমাল ভূইয়া,মোঃ তানভীর ভূইয়া,,মোঃবাদল ভূইয়া,মোঃ মফিজুল ইসলাম,মোঃ সাকিব,

মোঃসেলিম মিয়া,মোঃ হামিদ,মোঃ দিলিপ,সৈয়দ আরিক মিয়া,সৈয়দ হালেম,সৈয়দ বাবুল,সৈয়দ কমল,মোঃ সিয়াম ভূইয়া,মোঃ টুটুল ভূইয়া,মোঃ জিসান ভূইয়া,মোঃ সৌরভ ভূইয়া,মোঃ রুপক গাজী,মোঃ মাহিন ভূইয়া,মোঃ অনন্ত ভূইয়া,মোঃ সাকিব ভূইয়া,মোঃ সানিম ভূইয়া,মোঃ সামির সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

গোতাশিয়া ইউনিয়ন পরিষদ এর মাননীয় চেয়ারম্যান আবুল বরকত রবিন সাহেব প্রয়োজনীয় কাজে ঢাকায় অবস্থান করার কারণে তিনি উপস্থিত থাকতে পারেন নি এবং জনাব দ্বীন মোহাম্মদ সাহেব(সাবেক সদস্য, ৯ নং ওয়ার্ড গোতাশিয়া ইউনিয়ন পরিষদ)প্রয়োজনীয় কাজে দূরে থাকায় তিনিও উপস্থিত থাকতে পারেন নি।

উক্ত ইফতার ও দোয়া মাহফিল এ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় শিল্প মন্ত্রী এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেবের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন এবং কল্যানের জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিল এ দল-মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি একটি সামাজিক মিলনমেলায় রুপান্তরিত হয় এবং সকলের মধ্যে একতা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘঠায় সাধারাণ মানুষ অত্যন্ত সন্তুষ্ট।

এরকম সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে শৃঙ্খলা,আন্তরিকতা,ভাতৃত্ব-বোধ,একতা বৃদ্ধি এবং সামাজিক সুখ-শান্তি বৃদ্ধি পাবার জন্য সকলেই আশাবাদী।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments