বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলামলম পার্টি ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,      ...

মলম পার্টি ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে,             হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি…

 স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছেন, ঈদের সময় যাত্রাপথে মলম পার্টি ও প্রতারক চক্র গুলো বিভিন্ন জায়গায় ত্রাস করে থাকে। সেই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সকল সদস্য সতর্ক অবস্থানে রয়েছে। সব জায়গায়ই নজরদারি রয়েছে। তাদেরকে পেলেই আটক করা হবে। আপনাদের প্রতি আহ্বান এ ধরনের কোন চক্রের আলামত থাকলে কর্তব্যরত পুলিশদের জানাবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুর রহমান , এডিশনাল ডিআইজি বরকতউল্লাহ খান, অতিরিক্ত আইজিপি শামসুল ইসলাম , এডিশনাল এসপি নাজমুল সাকিব খান, নাওজোড় থানার ওসি শাহাদাত হোসেন সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা।

এর আগে অতিরিক্ত আইজিপি ড্রোনের মাধ্যমে যানজট নিরসনের কার্যক্রম উদ্বোধন করেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments