বাড়িরংপুর বিভাগপঞ্চগড় জেলামহান নেতা বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন

মহান নেতা বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন

মো:আকতারুজ্জামান কাজল , বোদা (পঞ্চগড়)প্রতিনিধি:  ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিভৃত পল্লীতে এক সম্ভ্রান্ত পরিবারে যার জন্ম।

হৃদয়বান এক মহান নেতা । তিনি জন্মদিনে শুভেচ্ছা জানাতে আসা জনসাধারণকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে আবৃত্তি করে বলতেন, ‘মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।’

আজ১৭ মার্চ রোববার

নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, আলোচনাসভা, ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়েছে।

সকালে পঞ্চগড় বোদা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠন দলীয় কার্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং উপজেলা প্রশাসন এসব কর্মসূচি পালন করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মো: এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  উপজেলা চেয়ারম্যান মো: ফারুক আলম টবি, পৌর মেয়র মো: আলহাজ্ব আজহার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রানী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উক্ত অনুষ্ঠানে  মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, আওয়ামিলীগের  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments