
অরিন্দম বর, জেলা নিজস্ব প্রতিনিধি,মাগুরা।
আজ রবিবার, মাগুরার শালিখা উপজেলার, আড়পাড়া বাজারে আনুমানিক সকাল ৯.২০ মিনিটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর নিয়ে জানা গেছে
অগ্নিকাণ্ডে পুলুম গ্রামের সম্ভ্রান্ত পরিবারের প্রয়াত দিলীপ বাবুর আড়পাড়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আড়পাড়া ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর তথ্যমতে প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে মতামত দিয়েছেন। এ দুর্ঘটনায় দীলিপ কর্মকারের অসুস্থ পুত্র সুমন কর্মকার( ৪০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। অনেকের ধারণা আড়পাড়া বাজার থেকে সামান্য কয়েকশো গজ দুরে ফায়ার সার্ভিসের অফিস থাকতে একটা জনবহুল এলাকায় সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার এবং পাশেই প্রবাহমান নদী থাকায় জনমনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আড়পাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন বিস্তারিত সত্যতাসত্য তদন্তের মাধ্যমে জানানো হবে।