
অপু হাসান, লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
মাদক উদ্ধারে সফলতার স্বীকৃতি স্বরূপ ভোলার জেলার মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছেন, লালমোহন থানার এসআই মোঃ আবু ইউছুব।
তিনি ভোলা জেলার লালমোহন থানায় কর্মরত আছেন। বুধবার ( ৫ মার্চ ) সকালে ভোলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক সভাশেষে এ পুরস্কার প্রদান করেন ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক । গত ফেব্রুয়ারী মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা শেষে এসআই আবু ইউছুব কে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসাবে নির্বাচিত করা হয়, এ সময় জেলা পুলিশেরঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন ।
মাদকব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার ও সমাজে মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করে ভোলা জেলা পুলিশ।
এ বিষয়ে এসআই আবু ইউছুব বলেন, আমি সবসময় আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করি। সর্বদা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। মাদকের সঙ্গে জড়িতদের কোন ছাড় নয়।