
ইয়াসিন আরাফাত মাদারগঞ্জ ( জামালপুর) নিজস্ব প্রতিনিধি
তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এ স্লোগানে জামালপুরের মাদারগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১ টায় উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন ইউএনও নাদির শাহ। উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাদির শাহ সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার এনামুল হক, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা জাহান, নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান সুজন প্রমূখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ/কর্মচারীবৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।