বাড়িবাংলাদেশেঢাকা বিভাগমাদারীপুরে ৪টি অবৈধ ড্রেজার ও ২ হাজার মিটার পাইপ ধ্বংস:

মাদারীপুরে ৪টি অবৈধ ড্রেজার ও ২ হাজার মিটার পাইপ ধ্বংস:

নাসির উদ্দিন, মাদারীপুর সদর উপজেলা প্রতিনিধি।

মাদারীপুরে চারটি অবৈধ ড্রেজার ও ২ হাজার মিটার পাইপ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার আড়িয়াল খা নদে অভিযান চালিয়ে এসব অবৈধ ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী ভূমি (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সদর উপজেলার আড়িয়াল খা নদের বিভিন্ন অংশে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে নদের পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় চারটি ড্রেজার মেশিন ও ২ হাজার মিটার পাইপ জব্দ করে এবং তা ধ্বংস করে দেওয়া হয়। এসব অবৈধ ড্রেজার পরিচালনাকারী অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলার সহকারী ভূমি (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইদুজ্জামান হিমু বলেন, ‘অবৈধ কোন ড্রেজার কোথায় চলতে দেওয়া হবে না। যদি কেউ নদ-নদীতে অবৈধ ড্রেজার চালায় তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। অবৈধ ড্রেজার বন্ধে আমাদের এ ধরণের অভিযান নিয়মিত চলমান থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments