
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুর-৩ (মঠবাড়িয়ায়) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মো. শামিম শাহনেওয়াজ মাদ্রাসার উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করার ঘোষণা দিয়েছেন। বৃহষ্পতিবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী টিকিকাটা নূরীয়া কামিল মাদ্রাসায় দেয়া এক সংবর্ধণা অনুষ্ঠানে এমপি মহোদয় সহা¯্রাধিক মাদ্রাসা শিক্ষার্থী, শিক্ষক এবং আভিভাকের উপস্থিতিতে এ ঘোষণা দেন।
টিকিকাটা নূরীয়া কামিল মাদ্রাসা মাঠে আয়েজিত সংবর্ধণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত উপ-সচিব আলহাজ¦ মো. সামশুল হক। বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, মাদ্রসার অধ্যক্ষও উপজেলা জমিয়াতে মোদাররেছিনের সভাপতি মাওলানা মো. আবু জাফর, মাদ্রাসা পরিচালনা পরিষদের সহ-সভাপতি মো. মোতালেব মধু, মাদ্রাসার প্রভাষক মো. আরিফুল হক প্রমূখ।
সংসদ সদস্য মো. শামিম শাহনেওয়াজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নে মাদ্রাসা শিক্ষা বিশেষ ভ’মিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। তিনি আধুনিক ও নিরাপদ মঠবাড়িয়া গড়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।