
মো.সোহেল খান চৌধুরী
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর আলহাজ্ব আবু জাহের ফাউন্ডেশন কলেজের জানালা ভাঙচুর ও সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু হয়। গত সোমবার (১৭ মার্চ) এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছেন।
কলেজ সূত্রে জানা গেছে, মাধবপুর আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের ফাউন্ডেশন কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফলে ৩১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হলেও চারজন এক বিষয়ে এবং দুইজন দুই বিষয়ে অকৃতকার্য হন। পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদেরকে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়নি। গোলাপ খানের ছেলে, আরিফ খান, যিনি ৩ বিষয়ে অকৃতকার্য হয়েছেন। তার দাবি ছিল যে তাকে ফরম পূরণের সুযোগ দেওয়া হোক। তবে কলেজ কর্তৃপক্ষ তাদের ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় যে, যে সকল শিক্ষার্থী তিন বা তার অধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, তারা ফরম পূরণের সুযোগ পাবে না।
এদিকে, ১৭ মার্চ (সোমবার) যখন বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের শেষ দিন ছিল, আরিফ খানের নেতৃত্বে কিছু অকৃতকার্য শিক্ষার্থী এবং একাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী কলেজে আসে। তাদের প্ররোচনায় বহিরাগতরা কলেজে হামলা চালিয়ে ২৪ টি জানালার সম্পন্ন থাই গ্লাস ভেঙে ফেলে এবং সিসি ক্যামেরা ও ফুটেজ রিসিভার মেসিন (ডিভিআর) চুরির ঘটনা ঘটায়।
এর পর অধ্যক্ষ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অকৃতকার্য শিক্ষার্থী আরিফ খান (২০ মার্চ) বৃহস্পতিবার তার ব্যক্তিগত ফেসবুকে আইডিতে অধ্যক্ষের বিরুদ্ধে নানা কুৎসিত মন্তব্য করে, যার মধ্যে দুর্নীতির অভিযোগ তোলা হয়।
তবে অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম জানান, “আমি দীর্ঘ ৩টি কলেজে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি এবং বহুবার শ্রেষ্ঠ অধ্যক্ষ সম্মাননা পেয়েছি। মিথ্যা অভিযোগ কখনো জয়ী হবে না, সত্যেরই জয় হবে।”
কলেজের ক্ষতির পরিমাণ প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকা হবে বলে অধ্যক্ষ জানান। থানা পুলিশ তদন্ত করছেন এবং ঘটনার আলামত সংগ্রহ করেছেন।