
সিরাজুল ইসলাম,কাঠালিয়া(ঝালকাঠি)শিক্ষানবিশ প্রতিনিধি।
২৯ শে মে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে আজকের প্রতীক বরাদ্দ করা হয়।
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্য এডভোকেট জলিল প্রার্থিতা প্রত্যাহার করলে চারজন চেয়ারম্যান প্রার্থী থাকেন এদের মধ্যে বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব এমাদুল হক মনির দোয়াত কলম, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব গোলাম কিবরিয়া সিকদার কাপ পিরিচ, মোঃ তরুণ শিকদার ঘোড়া, জনাব শহিদুল ইসলাম আনারস প্রতীক পান। ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল জলিল মিয়াজী বই , মোঃ মনিরুজ্জামান গোলদার তালা, মোহাম্মদ রেজাউল করিম সাদ্দাম উড়োজাহাজ, মোহাম্মদ তরিকুল ইসলাম চশমা, সৈয়দ মাইনুল ইসলাম টিউবওয়েল, গৌতম চন্দ্র মন্ডল টিয়া পাখি প্রতীক পান।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে জনাবা ফাতেমা খানম হাঁস, সাহিদা আক্তার বিন্দু প্রজাপতি, মোসাম্মৎ সাহানাজ বেগম পদ্মফুল, মোসাম্মৎ নাজমীন আক্তার তুলি কলস ও মোসাম্মৎ শেফালী বেগম ফুটবল প্রতীক পান।
প্রতীক পাওয়ার সাথে সাথে এলাকায় প্রচার প্রচারণায় মুখরিত হয়ে ওঠে মাইকিং লিফলেট বিতরণ মিছিল ইত্যাদির মাধ্যমে প্রার্থীরা জানান দিচ্ছে তাদের নির্বাচনী নাম এবং প্রতীকের। বাজারে আনাচে-কানাচে চায়ের দোকানে আড্ডায় আলোচনা একটাই ২৯শে মে তারিখের উপজেলা পরিষদ নির্বাচন।