
নাগেশ্বরী(কুড়িগ্রাম)বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ‘কুরআন পড়ি আল কুরআনের সমাজ গড়ি’ স্লোগানে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমযানের পবিত্রতা রক্ষায় অশ্লীলতা বন্ধের দাবিতে মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখা।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারী) আহলান সাহলান মাহে রহমান স্লোগানে রমজানের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়ে এ মিছিল করা হয়।
মিছিলটি যোহরের নামাজের পর শহরের কলেজ মোড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, দিনের বেলা হোটেল – রেস্তোরা বন্ধ এবং রমজান মাসে পবিত্রতা রক্ষা করার জন্য সবার কাছে আহ্বান জানান।