বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগরাঙ্গামাটির লংগদুতে ১২৬ টি পরিবার পেল আশ্রয়ণের ঘর।

রাঙ্গামাটির লংগদুতে ১২৬ টি পরিবার পেল আশ্রয়ণের ঘর।

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙামাটি)

দুর্গম পাহাড়ের জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু, উপজে মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম সহ প্রমূখ্য।

এসময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লংগদু উপজেলার ৫ম পর্যায়ে (১ম ধাপ ও ২য় ধাপ) ১২৬ টি ঘরহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমিসহ গৃহ প্রদানের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, ১ম পর্যায়ে রাঙামাটি জেলায় গত ২৩ জানুয়ারি ২০২১ তারিখে লংগদু-৪৫টি গৃহ উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।

২য় পর্যায়ে ২০২১ সালের ২০ জুন তারিখে , লংগদু-১৫০ টি গৃহ উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়।

৩য় পর্যায়ে ২০২২ সালের ২৬ এপ্রিল তারিখে লংগদু-১০টি গৃহ হস্তান্তর করা হয়।

৪র্থ পর্যায়ের (১ম ধাপ) গত ২২ মার্চ (বুধবার) ২০২৩ ইং তারিখে লংগদুতে(৩য় পর্যায়ের ৪০টি গৃহসহ) ৮৩টি গৃহ হস্তান্তর করা হয়।

৪র্থ পর্যায়ের (২য় ধাপ) গত ০৯ আগষ্ট ২০২৩ গৃহ রাঙামাটির লংগদু’তে ৩২টি গৃহ হস্তান্তর করা হয়।

লংগদু উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম পর্যায় (১ম ধাপ) এর আনুষ্ঠানিকতার ন্যায় সোমবার (১০ই জুন ২০২৪) ইং তারিখে সোমবার লংগদুতে ৫ম পর্যায়ের ২য় ধাপে লংগদুতে ১২৬টি গৃহ উপকারভোগী পরিবারগুলোর নিকট ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন ভাবনার অন্তর্ভুক্তিমূলক চেতনা থেকে গ্রহণ করা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। আশ্রয়ণ-২ এর অধীনে মাননীয় প্রধানমন্ত্রী ‘মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না’- এই লক্ষ্য বাস্তবায়ন করে বিশ্বজুড়ে অনন্য নজির স্থাপন করেছেন। এই গৃহ প্রদান প্রকল্পের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এ কার্যক্রমের সুবিধা পাচ্ছে। এসব পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য উপার্জন ও উৎপাদনশীল সম্পদে তাদের প্রাপ্যতা বাড়াতে এবং নূন্যতম শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পুষ্টির সংস্থান এ কর্মসূচির মাধ্যমে অর্জিত হওয়া সম্ভব জানিয়ে লংগদু উপজেলা নির্বাহী অফিসার বলেন, শুধু গৃহায়ণের ফলেই রাঙামাটির দূর্গমাঞ্চল লংগদুতে দরিদ্র মানুষের কর্মসংস্থান ও উপার্জনের সুযোগের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

রাঙামাটি পার্বত্য জেলার লংগদুতে ভূমিহীন পরিবারের সংখ্যা সর্বমোট ১২৬ টি। ৫ম পর্যায়ের (২য় ধাপে) উদ্বোধনের জন্য প্রস্তুতকৃত ঘরের সংখ্যা ৮০ টি, সোমবার (১০ই জুন-২০২৪) উদ্বোধনের পর ১ম, ২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম পর্যায়ের (১ম ও ২য় ধাপে) ১৫০টি মধ্যে ১২৬ টি গৃহ হস্তান্তর করা হবে। তালিকানুসারে অবশিষ্ট ২৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পর্যায়ক্রমে গৃহ প্রদান করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments