
বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
মানুষ মানুষের জন্য মানবতার সেবায় রাণীশংকৈল আলী আকবর মেমোরিয়াল অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের বিশেষ অনুষ্ঠান শনিবার (১৩ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌর শহরের আলী আকবর প্রতিবন্ধী স্কুলে অতিথিদের ফুল দিয়ে বরণ ও প্রতিবন্ধী ছাত্রদের ডিসিপ্লিনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক এমপি জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, শাহজালল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মেদ ইউনুস, সাবেক কর কমিশনার আসাদুজ্জামান, সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী,এ্যাডভোকেট নজরুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, ওসি সোহেল রানা, আমেরিকা প্রবাসী রেজাউল করিম প্রমুখ।
এছাড়াও ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, উপজেলা আ’লীগ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,সাবেক অধ্যাক্ষ তাজুল ইসলাম,আ’লীগ যুগ্ম সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, কৃষক লীগ সভাপতি বাবর আলী, মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন, জাপা নেতা শামসুল আরফিন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম,স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক আরথান আলী,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, বিভিন্ন দলের পদে থাকা নেতা কর্মী বৃন্দ, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী বৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষা অফিসার এম এ এস রবিউল ইসলাম সবুজ।