বাড়িরংপুর বিভাগঠাকুরগাঁও জেলারাণীশংকৈলে নদীতে গোসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু

রাণীশংকৈলে নদীতে গোসল করতে গিয়ে ২ শিশুর মৃত্যু

বিজয় রায়,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা এলাকায় কুলিক নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন- উপজেলার খঞ্জনা গ্রামের ইব্রাহিমের মেয়ে ইয়াসমিন আক্তার (১০) ও দিনাজপুর সদরের রেল স্টেশন পাড়া এলাকার ইউসুফ আলীর মেয়ে তসলিমা আক্তার (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের কুলিক নদীতে গোসল করতে যায় ইয়াসমিনের বাবা ইব্রাহিম। এ সময় ইয়াসমিন ও তসলিমা নদীতে যায়। ইব্রাহিম গোসল শেষে বাড়ি ফিরলেও নদীতে থেকে যায় ওই দুই শিশু। কোনো এক সময় তারা পানিতে তলিয়ে যায়। এদিকে দীর্ঘক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে নদী থেকে তাদের উদ্ধার করে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এ প্রতিবেদককে বলেন , কুলিক নদীতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তসলিমা আক্তার ঈদে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। প্রতিবেশির আরেক শিশু ইয়াসমিনের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়। বিষয়টি খুবই

দুঃখজনক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments