
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে সূর্য উদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি সম্মান জানিয়ে খুনিয়া দিঘী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
এসময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামীলীগ,কৃষকলীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে সকাল ৯ টায় নির্বাহী অফিসার রকিবুল হাসান, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ওসি সোহেল রানা আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কবুতর ও বেলুন উড়িয়ে স্বাধীনতা দিবসের শুভ উদ্বোধন করেন। পরে পুলিশ প্রসাশন, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করে।
দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্বর্ধনা শেষে নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাহারিয়ার আজম মুন্না,সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, আঃলীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ওসি সোহেল রানা, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সহ
সকল বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন অফিসের কর্মকর্তা গন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক ও উপসহকারী কৃষি অফিসার সাদিকুল ইসলাম।