বাড়িঅন্যান্যরাতের আঁধারে শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ নিতে সরাসরি ঘরে ঘরে ইউএনও ।

রাতের আঁধারে শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ নিতে সরাসরি ঘরে ঘরে ইউএনও ।

 কসবা(ব্রাহ্মণবাড়িয়া)নিজস্ব প্রতিনিধি মোঃ আশরাফ উজ্জ্বল।
আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষা সামনে রেখে কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সামিউল ইসলাম এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। গতকাল রাত ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত তিনি বিভিন্ন শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে পড়ালেখার খোঁজ নেন এবং অভিভাবকদের সঙ্গে কথা বলেন।
এ সময় কসবা উপজেলার শীতল পাড়ায় অভিযানকালে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী পড়াশোনা ফেলে স্থানীয় ক্যারাম দোকানে খেলায় মেতে আছে। ইউএনও তাদের অভিভাবককে ডেকে এনে সতর্ক করেন এবং শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেন। পাশাপাশি দোকান মালিককেও নির্দেশনা দেন, যেন রাতের বেলায় কোনো শিক্ষার্থী তার দোকানে খেলতে না পারে।
এক পর্যায়ে, এক শিক্ষার্থীকে রাতের বেলায় ঘর নির্মাণের কাজে ব্যস্ত থাকতে দেখে তার অভিভাবককে বুঝিয়ে পড়ার টেবিলে ফেরত বসানো হয়। ইউএনও শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল মনোভাব নিয়ে বলেন, “দেশের ভবিষ্যৎ তৈরি হয় শিক্ষার ভিত্তিতে; তাই অভিভাবক ও সমাজকে একত্রে এগিয়ে আসতে হবে।”
তবে চন্ডিদার স্কুলের শিক্ষার্থীদের ঘরে গিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি সকল শিক্ষার্থীকে সঠিকভাবে পড়তে দেখে অভিভাবক, প্রধান শিক্ষক এবং তদারককারী শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল ইসলামের এ উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের নজরদারি ও সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments