
জিল্লুর রহমান রামপাল(বাগেরহাট)নিজস্ব প্রতিনিধি:
গত (নয় অক্টোবর) বুধবার রাত আটটার দিকে রামপাল থানার ফয়লাহাটের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনসার আলী সঙ্গীয়ফোর্স নিয়ে ফয়লা বাজার পুরাতন খেয়াঘাট গরুর হাট এলাকা থেকে অভিযান পরিচালনা করে,
(০২) দুইটি বন্দুক ও ছয় (৬)রাউন্ড গুলি উদ্ধার সাথে (০৫) জন সন্ত্রাসী আটক করে গ্রেফতার করে।
আসামীরা হত্যা সহ একাধিক মামলার আসামি। এরা কিলিং মিশনে এসেছে। কার বা কাদের উপর টার্গেট ছিলো সেটি পুলিশ খতিয়ে দেখছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকও তদন্ত করছে।