বাড়িখুলনা বিভাগকুষ্টিয়া জেলারাস্তা দখল করে চলছে রমরমা অবৈধ ভাংড়ি ব্যবসা।

রাস্তা দখল করে চলছে রমরমা অবৈধ ভাংড়ি ব্যবসা।

খোকসা(কুষ্টিয়া)নিজস্ব প্রতিনিধিঃ

খোকসা বাজার প্রধান সড়ক ডাকবাংলা রোড  দখল করে অবৈধ ভাংড়ি ব্যবসা চলছে রমরমা ভাবে।  রাস্তা দখল করে বিভিন্ন রড ,কার্টুন, কাঁচের শিশি ভাঙ্গা ,তারকাটা তেলোকাটা পিনকাটাসহ বিভিন্ন ধরনের ভাংড়ি মালামাল টুকরো রাস্তায় পরে থাকে ,ভোগান্তিতে পড়ছে   পথচারীরা। ফলে স্বাচ্ছন্দে চলাচল করতে পারছে না পথচারী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।

ফলে দ্রুত সময়ের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন  এলাকাবাসী।

জানা গেছে, খোকসা উপজেলার প্রধান সড়কের ডাকবাংলা রোডের  প্রবেশ মুখে ।

পথচারীরা জানান, ডাকবাংলা রোড  দিয়ে প্রতিদিন শতশত  মানুষ চলাচল করে থাকে। এই ভাংড়ি রাখার কারণে এই রাস্তা দিয়ে যাতায়াত করা খুব অসুবিধা হয়। এতে করে অবৈধ ভাংড়ির ব্যবসা সরিয়ে দিলে সাধারণ মানুষ  মুক্তি পাবে ।

খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়  শিক্ষার্থী মোছাঃ রাবেয়া  খাতুন  বলেন, এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের খুব অসুবিধায় পড়তে হয়। আমি একদিন স্কুলে যাওয়ার সময় জুতার ভিতর দিয়ে তার কাটা ঢুকে পড়ে , সেদিন আর আমার স্কুলে যাওয়া হয়নি। তাই অতি দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই অবৈধ ভাংড়ির দোকান সরিয়ে ফেলা হোক।

পৌর এলাকার ভ্যানচালক আল-আমিন বলেন, বিভিন্ন ধরনের ভাংড়ি টুকরা গুলো ভ্যানের টায়ারের মধ্যে ঢুকে গিয়ে টায়ার লিকেজ হয়ে যায়।

রবিউল ইসলাম  বলেন, আমার দোকান মালিক জায়গা দিয়েছে বলেই সরকার রাস্তা করতে পেরেছে।আমার দোকানের সামনে  আমি মালামাল রাখবো কেউ কিছু করতে পারবেনা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments