বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগরুমা জোন কর্তৃক ইস্টার সানডে উপলক্ষ্যে বিভিন্ন চার্চে উপহার সামগ্রী প্রদান।

রুমা জোন কর্তৃক ইস্টার সানডে উপলক্ষ্যে বিভিন্ন চার্চে উপহার সামগ্রী প্রদান।

মোঃ লোকমান হাকিম, রুমা(বান্দরবান) বিশেষ প্রতিনিধি।

অদ্য ৩১ মার্চ ২০২৪ইং তারিখ (রবিবার) সকাল ১১.০০ ঘটিকায় ২৮ বীর রুমা জোন কর্তৃক রুমা উপজেলার (বেথেল পাড়া, ইডেন পাড়া, লাইরুনপি পাড়া, মুনলাই পাড়া, হ্যাপি হিল পাড়া, হরমোন পাড়া, রনিন পাড়া, আর্থা পাড়া, মুলফি পাড়া ও খামতাং পাড়ার) বিভিন্ন চার্চে ইস্টার সানডে উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ২৮বীর রুমান জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ক ম আরাফাত আমিন, পিএসসি।প্রধান অতিথির বক্তব্যে রুমা জোন কমান্ডার বলেন- রুমা জোনের দায়িত্বপূর্ণ এলাকার সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি শান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments