
মোঃ নওয়াব ভূইয়া ,রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন ও শিক্ষা উন্নয়ন সমিতির মেধা বৃত্তি -২০২৩ এর সনদ ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাড়ী পার্ক ও রিসোর্টে গতকাল ২৩ সেপ্টেম্বর সোমবার রূপগঞ্জ ইউনিয়ন শাখার বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। রূপগঞ্জ ইউনিয়ন শাখা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৮৫ জন, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১১৩ জন এবং ২০০ নম্বরের পরীক্ষার মধ্যে ২০০ নম্বর পেয়েছে ২৬ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ইদ্রিস আলী মিল্টন, সভাপতিত্ব করেন মোঃ আব্দুল আল মামুন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল হক ভূইয়া মনির – সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা, মোঃ সোলায়মান ভূইয়া- সাধারণ সম্পাদক রূপগঞ্জ ইউনিয়ন শাখা, মোঃ মনজুরুল ইসলাম – প্রধান শিক্ষক জনতা উচ্চ বিদ্যালয় প্রাইমারী শাখা, মোঃ নওয়াব ভূইয়া – সভাপতি কায়েতপাড়া ইউনিয়ন শাখা, মানিক আহমেদ সাগর – প্রধান শিক্ষক আদর্শ লিপি আইডিয়া স্কুল, মিজানুর রহমান – প্রধান শিক্ষক আলোর মেলা কিন্ডারগার্টেন, মাসুম আহমেদ -সাধারণ সম্পাদক দাউদপুর ইউনিয়ন শাখা প্রমুখ।
উপস্থিত অতিথিরা বলেন শিক্ষার মানোন্নয়ন করতে হলে স্কুলের পরিক্ষার পাশাপাশি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করা দরকার।
শিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের আন্তঃবার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করা। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দিতে হবে এবং মোবাইল চালানো থেকে বিরত রাখতে হবে।
পরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ, নগদ অর্থ, ও স্কুল ব্যাগ বিতরণ করে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।