বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগ লংগদুতে বজ্রপাতে নিখোঁজ আক্কাস আলীর সন্ধান মেলেনি চারদিন হলেও।

 লংগদুতে বজ্রপাতে নিখোঁজ আক্কাস আলীর সন্ধান মেলেনি চারদিন হলেও।

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙামাটি) সংবাদ দাতা।

রাঙ্গামাটির লংগদুতে গত শনিবার (১৫ জুন) দুপুর ৩ ঘটিকায় ইঞ্জিন চালিত বোটে করে বাড়ি ফেরার পথে  বজ্রপাতের ঘটনায় তিনজন নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ হওয়া বোট চালক আক্কাস আলী বজ্রপাতে কাপ্তাই লেকে পানিতে পড়ে নিখোঁজ হওয়ার চার দিন অতিবাহিত হলেও  এখনো পর্যন্ত লাশের খোঁজ মেলেনি।

উপজেরার ৫নং ভাসান্যদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী ও নিখোঁজ আক্কাসের পরিবারের লোকজন জানায়, ঘটনার পরের দিন রাঙ্গামাটি থেকে ফায়ারসার্ভিসের লোকজন এসে খোঁজাখুঁজি করে সন্ধ্যায় রাঙ্গামাটি চলে যায়। এর পরে আজ দুদিন অতিবাহিত হয়ে গেলেও আর কেউ খোঁজ নেয়নি।

বর্তমানে স্থানীয় এলাকার জেলে এবং আক্কাসের পরিবারের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের  চেষ্টা চলছে। পরিবারের পক্ষ হতে প্রশাসনিক ভাবে সহযোগিতা পাওয়ার দাবি করছেন তারা।

লংগদু উপজেলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আলমগীর হোসেন মুঠোফোনে জানান, লংগদু স্টেশনে ডুবুরি দল না থাকায়, নিখোঁজ ব্যক্তির পরিবারকে রাঙ্গামাটিতে যোগাযোগ করে ডুবুরি দল আনার জন্য বলা হয়।

এতে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের এমন কার্যক্রমে ক্ষোপ প্রকাশ করে বলেন, লংগদু উপজেলার মানুষ পানি এবং স্থলে বসবাস করে এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল থাকবে না এটা মানা যায় না। এর আগেও বেশ কয়েকটি ঘটনায় সাধারণ মানুষই নিখোঁজ ব্যক্তিরদের খোঁজে বের করে। তখনো তারা একই কথা বলেছেন।

থানার অফিসার ইনচার্জ মোঃ  হারুনুর রশিদ বলেন, ঘটনার দিন থেকে লংগদু থানা পুলিশ তৎপর রয়েছে। এ বিষয়ে ফায়ারসার্ভিসকে জানানো হয়েছিলো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments