
রাশিদুল ইসলাম বাবু-পাটগ্রাম(লালমনিরহাট)নিজস্ব প্রতিনিধিঃ
লালমনিরহাটে আদিতমারী উপজেলায়স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী মন্টু মিয়াকে (৪৭) আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ মে) দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের নিজবাড়ী থেকে তাকে আটক করা হয়।
এরআগে সোমবার সকালে জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মন্টু মিয়ান সারপুকুর ইউনিয়নের পাঠানটারী গ্রামের আজিজার রহমানের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সারপুকুর ইউনিয়নের স্বামী মন্টু মিয়া ও স্ত্রী মানজুমা খাতুনকে বিয়ের পর থেকে পরকীয়ার প্রেমের সন্দেহ করত। এ নিয়ে তাদের মাঝে ঝগড়া লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে ঝগড়া শুরি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী মন্টু মিয়া শ্বাসরোধ করে তার স্ত্রীকে হত্যা করে বলে অভিযোগ উঠে । পরে খবর পেয়ে সকালে আদিতমারি থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মন্টু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন,পারিবারিক কলহের জের ধরে এমন ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় পুলিশ ওই নিহত নারীর স্বামীকে আটক করেছেন।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, মন্টু মিয়া, তার স্ত্রী মানজুমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেছে এমন অভিযোগের খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং স্বামী মন্টু মিয়াকে আটক করে জিজ্ঞাবাদ করা হচ্ছে।