বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। 

লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। 

অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
ভোলার লালমোহন জমজমাট আয়োজনে মধ্যে লালমোহনের ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
 বৃহস্পতিবার  (৩০ জানুয়ারী ) সকাল ১০ টায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধন করা হয়। 
লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মিসেস মাছুমা খানম এর এর সভাপতিত্বে, মোঃ ছায়েদুর রহমান এর সঞ্চালনায়  ৭৭ তম বার্ষিক এই ক্রীড়া অনুষ্ঠান হয়েছে। 
দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য দৌড় ও পিলো পাসিং প্রভৃতি।
সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান, ফ্যাশন শোসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার বিতরণ করা হয়। 
বিকালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত,  লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম বাবুল। 
এ-সময় বিশেষ অতিথি  উপস্থিত লালমোহন উপজেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক  অধ্যক্ষ ফরিদ উদ্দিন, লালমোহন পৌরসভা বিএনপির আহবায়ক সাদেক মিয়া জান্টু, সদস্য সচিব জাকির এমরান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল করিম শাহিন, উপজেলা মহিলা দলের  সভাপতি, ছালেহা বেগম পৌরসভার সভাপতি, মনি দে, বালিকা বিদ্যালয় প্রস্তুবিত সভাপতি শফিউল্লাহ হাওলাদার। 
 এ-সময় অতিথিরা বলেন,  নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments