বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

লালমোহনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি:

ভোলার লালমোহনের করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে কলেজের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এ সময় তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষা অর্জন করতে হবে। শিক্ষার্থীদের মেধাবী হিসেবে গড়ে তোলার পেছনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার শিক্ষকদের উন্নয়নেও অসামান্য অবদান রেখেছেন। শিক্ষকদের এখন আর মানবেতর জীবনযাপন করতে হয় না। কারণ বর্তমান সরকারের আমলে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মিজানুর রহমান লিপুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments