বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগলালমোহনে পলিথিন বিরোধী অভিযানে ৩ ব্যবসাপ্রতিষ্ঠান মালিককে জরিমানা

লালমোহনে পলিথিন বিরোধী অভিযানে ৩ ব্যবসাপ্রতিষ্ঠান মালিককে জরিমানা

অপু হাসান।লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার দুপুরে পৌরশহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।
এ সময় তিনি পৌরশহরের ৩টি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে পলিথিন বিক্রি ও সংরক্ষণের দায়ে পৃথকভাবে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়াও অভিযানে জব্দ করা হয় প্রায় ৩৬০ কেজি পলিথিন। পৌরশহরের মহাজন পট্টির মেসার্স কাকলী স্টোর, মেসার্স মিজান বানিয়াতি স্টোর এবং মেসার্স সোহান বানিয়াতি স্টোরের মালিককে এ জরিমানা করা হয়।
এ ব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ জানান, সরকারের পক্ষ থেকে পলিথিন নিষিদ্ধ করা হয়েছে। তবুও নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সংরক্ষণ করছেন ওই তিন ব্যবসায়ী। যার জন্য তাদের বিরুদ্ধে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ধরনের অভিযান সামনেও অব্যাহত থাকবে।
অভিযানে ভোলা জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. তোতা মিয়াসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments